বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় প্রয়োজনে দেশে ফেরার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, ২০২৩ সালের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদানের সময়সীমা পার হওয়া ১৮ হাজার বাংলাদেশি কর্মীর বিষয়ে ব্যবস্থা নিতে মালয়েশিয়ার সরকারের সহযোগিতা প্রয়োজন।

এ সময় হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মঙ্গলবার আরও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় এবং পূর্ণ সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার সমর্থন কামনা করে।

তিনি জাতিসংঘ রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন নিশ্চিত করার জন্যও মালয়েশিয়ার সহযোগিতা চান।

এছাড়া, তিনি মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করা এবং কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য নতুন হাইকমিশনারকে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক পরামর্শ ব্যবস্থার জন্য বাংলাদেশ সুবিধাজনক একটি তারিখের অপেক্ষায় রয়েছে এবং ২০২৫ সালের মাঝামাঝি ঢাকায় ‘পঞ্চম যৌথ কমিশন’ বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।