নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের পথে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। সম্প্রতি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে দেশের রাজনৈতিক যাত্রায় নতুন মাইলফলক স্থাপিত হয়েছে বলে মনে করে কানাডা।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং শুক্রবার হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, “অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।”
এই ঐতিহাসিক সনদে স্বাক্ষরের প্রশংসা করে তিনি বলেন, “মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা এই সনদে দেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনের প্রতি রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে।”
স্বাক্ষর অনুষ্ঠান শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫ ঐক্যের প্রতীক হয়ে উঠেছে এবং জাতিকে আগামী জাতীয় নির্বাচনের পথে দিকনির্দেশনা দেবে।”
কূটনৈতিক বিশ্লেষকরা এই উদ্যোগকে রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তারা মনে করেন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারই ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা গড়ে তুলবে।
শাসনব্যবস্থা, শিক্ষা, লিঙ্গ সমতা ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে কানাডা। হাইকমিশনের এই বিবৃতি সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে তুলতে তাদের অব্যাহত সহায়তারই প্রতিফলন।











