বাগদান নিয়ে মুখ খুললেন হুমা কুরেশি

অনলাইন ডেস্ক:

লিউড অভিনেত্রী হুমা কুরেশি ও অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। যদিও কখনোই তারা প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। গত মাসে এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এই জুটি নাকি গোপনে বাগদান সম্পন্ন করেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা—তবে এবার সেই গুঞ্জনের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালেন হুমা।

বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা কুরেশিকে বাগদানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?”

তিনি আরও বলেন, “মানুষের হাতে অনেক সময়। আমি নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজেই বলব। কিন্তু তার আগেই মানুষ নিজেরা ধরে নেয় এবং ঘোষণা করে দেয়। আমি তো এটা ছড়াইনি! কেউ পরিকল্পনা করেই করেছে। আমি যখন বিয়ে করব, তখন সবাই জেনে যাবে।”

তবে বাগদান বা গুঞ্জনে বিরক্ত নন হুমা। তিনি বলেন, “একদম না। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, খুশি এবং জানি আমার জীবনে কী ঘটছে। আমার দর্শকদের সঙ্গে চুক্তি কেবল আমার কাজ নিয়ে, ব্যক্তিগত জীবন একান্তই আমার।”

ভক্তদের আগ্রহকে ‘মিষ্টি’ বলেই ব্যাখ্যা করেন হুমা। তার ভাষায়, “আমি জানি মানুষ জানতে চায়। এটা একটা দারুণ ব্যাপার। যেদিন আগ্রহ হারাবে, সেদিনই চিন্তা করব। এটা সেই ‘শয়তানের সঙ্গে করা চুক্তি’—যার মাধ্যমে কাজের জন্য ভালোবাসা ও মনোযোগ পাই।”

উল্লেখ্য, হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু গায়িকা আকাশা সিংহ-এর একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তিনি লেখেন, “এক টুকরো স্বর্গের জন্য অভিনন্দন। দারুণ এক রাত কাটালাম।” এরপর হুমা-রচিতকে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়েতে। দুজনেই পরেছিলেন গোলাপী পোশাক, আর তাদের রসায়ন ছিল নজরকাড়া।

সম্প্রতি রচিতের এক ঘনিষ্ঠজনের জন্মদিন উদযাপনে আবারও একসঙ্গে দেখা যায় তাদের। এতে জল্পনা আরও তীব্র হয়।

জানা গেছে, রচিত সিংহ একজন প্রখ্যাত অভিনয় প্রশিক্ষক। ‘রচিত সিং ওয়ার্কশপ’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। রচিতের কর্মশালায় অংশ নিয়েছেন রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মাসহ বলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রী।

এর আগে হুমা কুরেশি পরিচালকমাত্র মুদাসসার আজিজ-এর সঙ্গে তিন বছর প্রেম করেছেন। তবে ২০২২ সালের শেষ দিকে সেই সম্পর্ক ভেঙে যায়।