বান্দরবানে অপহরণের দুদিন পর পালিয়ে এলেন এক শ্রমিক, এখনও জিম্মি ২৫ শ্রমিক

অনলাইন ডেস্ক:

বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে দুই দিন পর এক শ্রমিক পালিয়ে এসেছেন। তার নাম জিয়াউর রহমান (৪৫), তিনি রশিদ মিয়ার ছেলে। সোমবার তিনি নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন এবং বর্তমানে সেনা ক্যাম্পে অবস্থান করছেন।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করছিল, কিন্তু জিয়াউর রহমান তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন। তার বরাত দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা ১২ থেকে ১৪ জন ছিল, সবাই হাতে অস্ত্র এবং সেনাসদস্যদের মতো পোশাক পরেছিল। তবে তাদের কোন সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি।

অপহরণের ঘটনা ঘটেছে লামা ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায়। গত শনিবার গভীর রাতে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তাদের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানায় বাগানের মালিকরা। স্থানীয়দের মতে, মোট ২৬ জন শ্রমিক অপহৃত হয়েছেন, তবে পুলিশ ২২ জনের কথা জানিয়েছে।

আরাফাত রাবার প্লান্টেশনের মালিক মো. ফোরকান ও শাহাজাহান মেম্বার জানান, সন্ত্রাসীরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করছে এবং তাদের দাবি, এসব শ্রমিককে চাঁদার জন্য অপহরণ করা হয়েছে।

এদিকে, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে বাগানের মালিকরা।

এটি নতুন নয়, এর আগেও গত ১ ফেব্রুয়ারি একই এলাকার লিংপুং থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা, তবে যৌথ বাহিনীর অভিযানের পর তাদের মুক্তি দেওয়া হয়েছিল।