নিজস্ব প্রতিবেদক:
বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ুদূষণ কমানো একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যা দেশের অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন ও পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, দেশের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে এবং ২৮ শতাংশ পাওয়ার প্ল্যান্ট থেকে। তাই দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, দূষিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে কিছু স্টিল কারখানা শীতকালে ২-৩ মাস বন্ধ রাখার কথাও ভাবতে হবে।
পরিবেশ অধিদপ্তরকে বায়ুদূষণ রোধে হটলাইন চালুর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই প্রকল্প তখনই অর্থবহ হবে, যখন বাস্তবায়নের মাধ্যমে দূষণ কমানোর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
বিশ্বব্যাংক ইতোমধ্যে এই প্রকল্পে যুক্ত হয়েছে জানিয়ে তিনি অন্যান্য উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার আহ্বান জানান, যাতে প্রকল্পটি জনগণের জন্য বাস্তবসম্মত সমাধান নিয়ে আসতে পারে।