বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিলেন শাকিব খান

অনলাইন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবার বাংলাদেশের ক্রিকেটের মাঠে এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দল কেনার পর, তিনি দলের মালিক হিসেবে ‘ঢাকা ক্যাপিটালস’কে পরিচালনা করতে থাকেন। তবে, মাঠে তার দল তেমন ভালো ফল করতে পারেনি, এবং গ্রুপ পর্বেই শেষ হয় তাদের যাত্রা। শনিবার ছিল ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ, যা থেকে দলটি কোন উল্লেখযোগ্য সাফল্য পায়নি।

এ বিষয়ে কথা বলেছেন শাকিব খান। তিনি বলেন, “এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণ আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। প্রথমবার এমন একটি ক্রিকেট আসরে অংশ নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু এটি ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা, তাই আমরা অনেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।”

তবে হাল ছাড়তে রাজি নন শাকিব খান। তিনি আরো বলেন, “যারা আমাকে ভালোবাসেন তারা জানেন, আমি কখনো হারের পথে হাঁটিনি; হয় জিতেছি, না হয় শিখেছি। ভবিষ্যতে আমরা আরও শক্তিশালী এবং আগ্রাসী হয়ে ফিরে আসব, আর জয়ের জন্য প্রস্তুত হব—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

শাকিব আরো জানান, “ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সরদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা, সমর্থন, এবং বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, আমরা একসাথে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটি বাস্তবে রূপান্তরিত করি।”