বৃহস্পতিবার থেকে গাজীপুর টু ঢাকায় টিকিট কাউন্টারভিত্তিক বাস চালু

অনলাইন ডেস্ক:

ঢাকা, বুধবার: গাজীপুরের আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি বাস কোম্পানির প্রায় ২,৬১০টি বাস বৃহস্পতিবার (আগামীকাল) থেকে টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন, এবং সব বাসের রং হবে গোলাপি।

গতকাল (মঙ্গলবার) রাজধানীর পরীবাগে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “গত ১৬ বছর ধরে বাস-মিনিবাস চুক্তিভিত্তিক ব্যবস্থায় চলেছে, যা রুটে অসম প্রতিযোগিতা তৈরি করেছে এবং যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ হয়েছে। নতুন এই ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট নিয়ে বাসে উঠতে হবে এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করা যাবে না।”

তিনি আরও জানান, ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে যানজট নিরসন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য নতুন এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রাথমিকভাবে এই পদ্ধতি গাজীপুর থেকে চালু হলেও চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর রুটের বাসও টিকিট কাউন্টার ভিত্তিক পরিচালিত হবে বলে জানান তিনি। এ ছাড়া, চালক ও সহকারীদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে এবং যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।