অনলাইন ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণের জন্য আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়ে দেন, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন শিক্ষা উপদেষ্টা। গতকাল সোমবার সচিবালয়ে বৈঠকের সময় তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা জানান, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, “আপনাদের সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে এবং শিগগিরই আমি আপনাদের সঙ্গে বসব। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসবভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা সম্পর্কিত আনুষ্ঠানিক বিবৃতি দেব।”
এদিকে, শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সুনির্দিষ্ট ঘোষণা না দিলে তাদের অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষকরা আরও বলেন, আজ (মঙ্গলবার) থেকে সারাদেশ থেকে শিক্ষকেরা ক্লাস বর্জন করে এই কর্মসূচিতে যোগ দেবেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার তারা অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন। দাবি আদায় না হলে স্কুলে তালা লাগিয়ে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন।