ভারতে হচ্ছে না এশিয়া কাপ

অনলাইন ডেস্ক:

২০২৫ এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তা সরিয়ে নিয়েছে। ভারতই থাকবে এশিয়া কাপের আয়োজক। তবে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। কদিন আগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও এসিসির প্রধানের নেতৃত্বে এই সভায় প্রথমে যোগ দিতে না চাইলেও অনলাইনে ছিল ভারতের ক্রিকেট বোর্ড। এরপর থেকে এশিয়ান কাপের চূড়ান্ত সূচির জন্য প্রতীক্ষা শুরু হয়, যার অবসান হতে পারে আজ সোমবারের মধ্যে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।

ভূরাজনৈতিক ও কূটনৈতিক কারণে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল। এসিসি সভায় তারা যোগ দেওয়ায় উষ্ণ সম্পর্কের উন্নতি হয়েছে। জানা গেছে সম্পূর্ণ সূচি ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে। ক্রিকবাজ ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়াতে পারে বলে জানালেও এই সময়েই যে হবে তা নিশ্চিত নয়। তবে দুবাই ও আবুধাবিকে ভেন্যু হিসেবে ধরা হয়েছে। এশিয়া কাপের আয়োজক হওয়ার কারণে বিসিসিআই খসড়া সূচি তৈরি করছে। সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।