অনলাইন ডেস্ক:
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ভারতের জয়ের পথ সুগম করে। তিনি ৩৪ বলে ৭৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। ভারতের পেসার অর্শদীপ সিং ১৭ রানে দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ওপেনিং জুটিকে ভেঙে দেন। ফিল সল্ট শূন্য রানে এবং বেন ডাকেট ৪ রানে আউট হন। এরপর অধিনায়ক জশ বাটলার ও হ্যারি ব্রুকের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। ২৮ বলে ৪৮ রানের একটি পার্টনারশিপ গড়ে তারা ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে স্পিনার বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে ব্রুক ১৭ রানে আউট হয়ে যান, আর এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
সতীর্থদের ব্যর্থতার মাঝেও এক প্রান্ত আগলে লড়াই করেছেন বাটলার। টি-টোয়েন্টিতে তার ২৬তম হাফ সেঞ্চুরি ছিল এটি। ৮টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন তিনি। কিন্তু, তার একার লড়াই যথেষ্ট ছিল না। ভারতীয় বোলিংয়ে বরুণ ৩টি, অর্শদীপ ২টি এবং হার্দিক পান্ড্য ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন। অর্শদীপ সিং ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে ওঠেন। ৬১ ম্যাচে তার উইকেটের সংখ্যা এখন ৯৭টি।
রান তাড়ায় নেমে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। সঞ্জু স্যামসন ২৬ রানে এবং সূর্যকুমার যাদব খালি হাতে ফিরে গেলে ভারত ৪১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। তবে, এরপর অভিষেক শর্মা এবং তিলক ভার্মার মধ্যে ৪২ বলে ৮৪ রানের একটি মারমুখী পার্টনারশিপ ভারতকে জয় থেকে মাত্র এক ধাপ দূরে নিয়ে আসে। অভিষেক মাত্র ২০ বলে তার তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন।
অভিষেক শর্মা ৫টি চার ও ৮টি ছক্কায় ৩৪ বলে ৭৯ রানে আউট হন, কিন্তু তার ইনিংস ভারতের জয় নিশ্চিত করতে যথেষ্ট ছিল। এরপর তিলক ভার্মা ১৯ রান এবং হার্দিক পান্ড্য ৩ রানে অপরাজিত থাকেন এবং ভারতকে ৭ উইকেটে জয় এনে দেন।
ম্যাচ সেরা হয়েছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। আগামী শনিবার রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে।