অনলাইন ডেস্ক:
শহরে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন মুকুল। গ্রামে পরিবারের কাছে টাকা পাঠানো ছিল তার নিয়মিত কাজ, তবে হঠাৎ করে সেই টাকা পাঠানোর পরিমাণ কমে যায়। জীবনের নানা সমস্যার মধ্যে পড়ে মুকুল দ্বিতীয় বিয়ে নিয়ে বিভ্রান্ত হয়। এক অপরাধ থেকে ধীরে ধীরে আরও বড় অপরাধে জড়িয়ে পড়ে সে।
এমনই একটি ডার্ক লাভ স্টোরির কাহিনিতে নির্মাতা ভিকি জাহেদ হাজির হয়েছেন ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’-এর মাধ্যমে। তার আগের থ্রিলার কনটেন্টগুলোর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ভিকি এবার নতুন বছরে আরও একটি চমক নিয়ে ফিরেছেন।
ওয়েব সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল, বুধবার। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। ট্রেলার দেখেই বোঝা গেছে, রহস্যময় ও থ্রিলার গল্পের সঙ্গে ভিকি এবার ভিন্নভাবে ফিরেছেন। ‘অন্ধকারের গান’-এ মোশাররফ করিম, মম ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ। ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে।