মুলতানে প্রথম দিনেই ২০ উইকেটের পতন, অলআউট ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান

অনলাইন ডেস্ক:

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ২০ উইকেট পতন হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান উভয় দলই প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের সম্মুখীন হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ, তবে পাকিস্তানি বোলারদের সামনে তারা অসহায় হয়ে পড়ে। পাকিস্তান তাদের বোলিং আক্রমণ শুরু করে ২২ রানে দুটি উইকেট তুলে।

এদিন পাকিস্তান দলের স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে ফিরিয়ে ইনিংসের ১১তম ওভারে হ্যাটট্রিক করেন নোমান আলী। নোমান গ্রিভস, ইমলাক ও কেভিন সিনক্লেয়ারকে আউট করেন। এরপর কাভেম হজ ২১ রান করে ফিরে গেলে ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। গুদাকেশ মোটি এবং কেমার রোচ কিছুটা প্রতিরোধ গড়লেও, মোটি ৫৫ রান এবং রোচ ২৫ রান করার পর ১৬৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে নোমান আলী হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করেন।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ২২ রানে ওপেনার মোহাম্মদ হুরাইরাকে হারিয়ে পাকিস্তান শোচনীয় অবস্থায় পৌঁছায়। এরপর অধিনায়ক বাবর আজম ব্যর্থ হন, শান মাসুদ (১৫) ও কামরান গুলাম (১৬) দ্রুত ফিরে যান। পাকিস্তান ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল ৬৮ রানের একটি পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে কিছুটা আশা দেখান। তবে শাকিল ৩২ রান করে আউট হন এবং রিজওয়ান ৪৯ রান করে ফিরে গেলে পাকিস্তানের ইনিংসও তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

১৫৪ রানে অলআউট হয়ে পাকিস্তান ৯ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং তিন উইকেট নেন গুদাকেশ মোটি।