মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন স্কালোনি

অনলাইন ডেস্ক:

লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছালেও মেসির পারফরম্যান্সে বয়সের কোনো প্রভাব পড়েনি। তবে মেসি নিজেই এখনও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত নন। এই প্রসঙ্গে স্কালোনি বলেন, “মেসি এবং তার সতীর্থরা জানে যে, এখনো যথেষ্ট সময় আছে। সে এবং বাকিরা বিশ্বকাপে খেলতে আগ্রহী। তবে আমরা দেখবো এটি কিভাবে গড়ায়। মেসি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এবং সে জানে আমাদের চিন্তা-ভাবনা।”

স্কালোনি আরও জানান, মেসির ওপর কোনো চাপ নেই। কোচ বলেন, “মেসি যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। তার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের বলার কিছু নেই। সে তার সিদ্ধান্ত নিজেই নেবে।”

এদিকে, মেসি নিজেও এই প্রসঙ্গে তার ভাবনা জানিয়েছেন। ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আর্জেন্টিনায় এ নিয়ে অনেক প্রশ্ন আসে, কিন্তু আমি এখন এই বছর ভালোভাবে শেষ করতে চাই। এরপর প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, যেটা গত বছর করতে পারিনি। আমি কেমন অনুভব করছি, সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিব। ফুটবলে যেকোনো কিছু হতে পারে, তাই প্রতিটি দিন ধরে এগোচ্ছি।”

মেসি তার ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু নিশ্চিত না করলেও, তার ভক্তরা আশা করছেন তিনি আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন।