নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে র্যাব-২ এই তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মো. আবু জাফর (৩২), মো. রনি (১৯) ও মো. শাওন (১৯)। র্যাব-২ জানায়, তাদের কাছে গোপন তথ্য ছিল যে, একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুর এলাকায় অপরাধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে একটি অপারেশনাল টিম অভিযান চালায় এবং সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছুরি জব্দ করেছে র্যাব। এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার আসিফ তপু জানান, ‘আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।