অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার অনুষ্ঠিত শপথগ্রহণের পর মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা ট্রাম্পের শপথ গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের অভিষেকের পর নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে ও শিকাগোর ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ শুরু হয়। ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, এবং লস অ্যাঞ্জেলেসে সিটি হলের বাইরে ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পর প্রথম ভাষণে ঘোষণা করেন যে, তিনি শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন। কিছুক্ষণ পর তিনি ৭৮টি নির্বাহী আদেশ বাতিলের জন্য সই করেন এবং জনতার উদ্দেশে সেটি প্রদর্শন করেন।
এছাড়া, ক্ষমতা ছাড়ার আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে থাকা কয়েকজনকে ক্ষমা করেছিলেন। ট্রাম্প তার ভাষণে জানান, ওই ক্ষমা আদেশও তিনি বাতিল করবেন।