যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত ৯টা ১৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রবাসীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে কাজ করেছে।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। প্রত্যাবর্তনকারীদের প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রবাসীদের খোঁজখবর নেন। লেবাননে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত ১৯টি ফ্লাইটের মাধ্যমে মোট ১,২৪৬ জন প্রবাসী বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।