অনলাইন ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি মারা গেছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু ঘটে। মৃত কয়েদি মো. হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে। তার কয়েদি নং ছিল ২২৫১/এ।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাদিকুল ইসলাম রাজঅনলাইন ডেস্ক:
শাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাক করেন। এর পর তাকে দ্রুত রামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. শংকর কুমার বিশ্বাস আরও বলেন, “আমরা ধারণা করছি, তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে এমনটিই মনে হয়েছে।” বর্তমানে তার লাশ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।