অনলাইন ডেস্ক:
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচির কারণে যাত্রীদের ভোগান্তি হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, রেলের কর্মসূচি সাধারণ জনগণের জন্য বড় সমস্যা সৃষ্টি করছে, যার ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
গতকাল মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে গিয়ে রেলপথ উপদেষ্টা বলেন, “রেল তো কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ রয়েছে। স্টাফদের দাবির বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে এই কর্মসূচির কারণে সাধারণ জনগণের যে ভোগান্তি হচ্ছে, তা সত্যিই দুঃখজনক।”
তিনি আরও জানান, স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবির কিছু অংশ ইতোমধ্যে পূরণ করা হয়েছে, আর বাকি দাবিগুলোর বিষয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। “আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করতে প্রস্তুত এবং অর্থ বিভাগেও এই বিষয় নিয়ে আলোচনা হবে,” বলেন তিনি।
যাত্রীদের ভোগান্তি কমাতে ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে এবং যাত্রীদের সুবিধার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। “রেল চলাচল বন্ধ হওয়ায় সরকারের কোনো সমস্যা হয়নি, তবে সাধারণ যাত্রীদেরই সমস্যায় পড়তে হয়েছে। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক,” বলেন উপদেষ্টা।
এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের জন্য ১০টি করে মোট ২০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।