অনলাইন ডেস্ক:
ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে লিভারপুলের জন্য জীবন দিতেও প্রস্তুত। ইনজুরি থেকে ফিরে আসা এই ডিফেন্ডার জানিয়েছেন, প্রিমিয়ার লিগে শিরোপা জেতার জন্য চোট নিয়ে খেলতে হলে তিনি তা করবেন। গত বছরের নভেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর চোটে পড়েছিলেন কোনাতে। দীর্ঘ এক মাস মাঠের বাইরে থাকার পর, তিনি ৫ জানুয়ারি শুরুর একাদশে জায়গা পেয়েছেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনাতে বলেন, “আমি শতভাগ সুস্থ হয়ে ফিরতে চেয়েছিলাম, কিন্তু হাঁটুর কিছুটা সমস্যা নিয়ে ফিরে এসেছি। দলের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, এমনকি মরতে পর্যন্ত রাজি।” হাঁটুর ব্যথা এখনও কিছুটা অনুভূত হলেও, তিনি ফিজিও এবং মেডিকেল স্টাফদের সহায়তায় দ্রুত সুস্থ হচ্ছেন।
কোনাতে আরও জানান, “আমি যখন ২১ বছর বয়সে লিভারপুলে যোগ দিয়েছিলাম, তখন অনেকটা অনভিজ্ঞ ছিলাম। কিন্তু ক্লাবটি আমাকে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে অনেক কিছু শিখিয়েছে।” লিভারপুলের রক্ষণভাগে ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে তার জুটিকে সেরা বলে মনে করেন তিনি এবং ভবিষ্যতে তার চেয়ে ভালো খেলোয়াড় হতে চান।
এই সময়, লিভারপুলের সঙ্গে কোনাতের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত।