লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন দেশটির নতুন সরকার গঠনের অংশ হিসেবে তাকে এ পদে নিয়োগ দেন।

প্রেসিডেন্টের বাধ্যতামূলক পরামর্শ গ্রহণের সময় সংসদের ১২৮ সদস্যের মধ্যে সালাম ৮৪টি ভোট পান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে।

লেবাননের ঐতিহ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম, প্রেসিডেন্ট ম্যারোনাইট খ্রিস্টান এবং সংসদীয় স্পিকার একজন শিয়া মুসলিম হন। নওয়াফ সালাম ১৯৫৩ সালে লেবাননের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার চাচা সায়েব সালাম একাধিকবার লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার চাচাতো ভাই তাম্মাম সালামও ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেন।

নওয়াফ সালাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘ সংঘাত এবং গভীর অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সালামের এ নিয়োগ এসেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।