শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অমর একুশে বইমেলা ২০২৫। বইমেলার উদ্বোধন করেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের সামনে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সংকল্প এনেছে। মহান আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য বহন করছে।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে।” তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই অভ্যুত্থানে প্রাণ হারানো ও আহত হওয়া দুঃসাহসী ছাত্র, জনতা ও শ্রমিকদের।

এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ’। অধ্যাপক ইউনূস বলেন, “একুশ আমাদের ঐক্যের প্রতীক, আমাদের মানস গঠনের ভিত্তি। জাতির সংকটে, দুর্যোগে, জাতীয় উৎসবে একুশ আমাদের পথ দেখায়, আমাদের ঐক্যবদ্ধ করে।”

তিনি আরও বলেন, “মাত্র ছয় মাস আগে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐতিহাসিকভাবে এক করেছে। যার ফলে আমরা বিধ্বস্ত এক দেশকে নতুনভাবে গড়ে তোলার সাহস পেয়েছি। ছাত্র-জনতা তাদের স্বপ্নগুলো রাস্তার দেয়ালে এঁকে দিয়েছে, যা আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে সংরক্ষণ করা উচিত।”

প্রধান উপদেষ্টা বইমেলার প্রসারে আরও নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বইমেলার গণ্ডি আরও বাড়াতে হবে। একুশের চেতনাকে আরও বিস্তৃত করতে হবে। তরুণদের সৃজনশীলতা, নতুন উদ্যোক্তাদের স্বীকৃতি, কৃষি, শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে অবদানের জন্য স্বীকৃতির ব্যবস্থা করা যেতে পারে। প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিও এই আয়োজনের অংশ হওয়া উচিত।”

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মাসব্যাপী চলবে এই বইমেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।