অনলাইন ডেস্ক:
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে ফাইনালের টিকিট বিক্রি হবে ম্যাচের মাত্র চার দিন আগে, যা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আইসিসি জানিয়েছে, ৪ মার্চ প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পর ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নেবে, যার গ্রুপ পর্বের ম্যাচগুলো পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং দুবাইয়ের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে, দুবাইয়ের ম্যাচের টিকিট বিক্রি সম্পর্কে এখনও বিস্তারিত ঘোষণা করা হয়নি।
আজ সকাল থেকে গ্রুপ পর্বের ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। এসব টিকিট জেনারেল স্ট্যান্ডের জন্য, যার মূল্য পাকিস্তানি রুপি ১০০০ ও ১৫০০। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে, এবং মোট ১০টি ম্যাচের টিকিট বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফাইনাল ম্যাচের আয়োজনে দুবাই এবং লাহোর দুটি ভেন্যুর মধ্যে ভাগ হয়ে রয়েছে। ভারত ফাইনালে উঠলে ম্যাচটি দুবাইয়ে হবে, আর ভারত যদি ফাইনালে না পৌঁছায়, সেক্ষেত্রে ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে।