অনলাইন ডেস্ক:
ঢাকা, ২০ জানুয়ারি: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনুমানিক ৪৮ লাখ টাকার কসমেটিকসসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম ফিরোজ আলম বাবু (৩৭)।
ডিবি কর্মকর্তারা জানান, ফিরোজ আলম বাবু এসব কসমেটিকস পণ্য আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনেছিলেন। গত রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে রঙ ফরসাকারী চার ধরনের পণ্য রয়েছে।
এই পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা। এসব পণ্যে প্রায় ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
ডিবি জানায়, ফিরোজ আলম বাবু এসব কসমেটিকস পণ্য স্থানীয় বাজার এবং অনলাইনে বিক্রি করতেন। তবে, গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় গ্রাহকদের ক্ষতির আশঙ্কা রয়েছে।
পুলিশ আরও জানায়, ফিরোজ একাধিক চোরাচালান চক্রের মাধ্যমে এসব পণ্য নিয়ে আসতেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।