নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেছেন, দেশের একটি কুচক্রী মহল বিদেশি শক্তির সহায়তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো মূল্যে এই চক্রান্ত রুখে দেবে।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁর সাপাহার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নিতে সাপাহারে অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, “দেশের বৃহত্তম জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।”
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সাপাহার থানা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জেলা যুবদলের সদস্য জুয়েল হক, সমাজসেবক ফিরোজ আহম্মেদ, শিরন্টি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন ও সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।











