অনলাইন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, যার জীবন ও ক্যারিয়ার বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন, আবার কখনো সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা এই নায়িকা জীবনের মানে খুঁজে পেয়েছেন সাদামাটাভাবেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার সুখে থাকার মন্ত্র নিয়ে কথা বলেন। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি বলেন, “আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো।”
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসে। তবে এই অভিজ্ঞতা তাকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তার মতে, মানিয়ে নেওয়া এবং কম প্রত্যাশা রাখা সুখী জীবনের চাবিকাঠি।
২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখা অপু বিশ্বাস অল্প সময়েই পরিচিতি পান। শাকিব খানের সঙ্গে তার জুটি ৭২টি চলচ্চিত্রে কাজ করে ঢালিউডে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
অপুর এই জীবনদর্শন তার ভক্তদের মাঝে অনুপ্রেরণা ছড়াচ্ছে। জীবনের নানা চড়াই-উতরাই পার করেও তিনি সামনে এগিয়ে চলছেন, এবং তার সুখের এই সরল ফর্মুলা অন্যদের কাছেও গভীরভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে।