অনলাইন ডেস্ক:
সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড। গত মঙ্গলবার রাতে শ্যামনগরের ঘাগরামারি গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক সন্ত্রাসীরা হলেন, মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ খাঁ (৩০), যাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে। কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদরদফতর) এর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে অভিযানে নামেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক সন্ত্রাসীদের এবং উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।