সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণই আস্থা: সিইসি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন পুলিশের ওপর নির্ভর করতে চায় না, বরং জনগণের ওপর ভরসা করবে। জনগণই ভোটকেন্দ্র পাহারা দেবে এবং অনিয়ম বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি রোধ করবে। রোববার সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) আয়োজিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেওয়া লজিস্টিক সহায়তার কারণে ভোটার তালিকা হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা সম্ভব হয়েছে। এটি সরকারের অর্থ সাশ্রয়ে ভূমিকা রেখেছে। তবে নির্বাচন কমিশনের কাজে আইনি বাধার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক দলের নিবন্ধন ও সংসদীয় সীমানা পুনঃনির্ধারণের মতো কাজগুলো আইনি সীমাবদ্ধতার কারণে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সীমানা নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানান সিইসি। তার মতে, এটি ইসির নিজস্ব এখতিয়ার, এবং এতে অন্য কোনো প্রতিষ্ঠানের হস্তক্ষেপ কমিশনের ক্ষমতাকে খর্ব করবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে তিনি বলেন, সুপারিশ দেওয়া সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন। এজন্য আইনি কাঠামোর উন্নয়ন এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। সিইসির বক্তব্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং আইনি কাঠামোর শক্তিশালী করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।