৪ ঘণ্টার মধ্যে উপ-উপাচার্যের পদত্যাগ সহ শিক্ষার্থীদের ছয় দফা দাবি ঘোষণা

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগের দাবি তুলেছেন। তাঁরা আগামী চার ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগ এবং ২৪ ঘণ্টার মধ্যে ঢাবির সঙ্গে সাত কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গঠনের রূপরেখা প্রণয়নের আলটিমেটাম দিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে এই দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করেন এক প্রতিনিধি। এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ঢাবি এবং অধিভুক্ত সাত কলেজের মধ্যে দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা চলছিল, যা সম্প্রতি সংঘর্ষের রূপ নেয়।

 

বিস্তারিত আসছে….