৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিল একনেক

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলো নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করবে।

অনুমোদিত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে:

অর্থ মন্ত্রণালয়ের চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প
নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প, যার মধ্যে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং এক্সট্যাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্প
কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যথা— ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়) এবং সিলেট বিভাগে ভূ-পৃষ্ঠস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দক্ষিণাঞ্চলের আয়রন সেতু পুনঃনির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত) প্রকল্প
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্প
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেপালের লুম্বিনী সংরক্ষণ এলাকায় বাংলাদেশ বৌদ্ধ বিহার কমপ্লেক্স নির্মাণ প্রকল্প
খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত) প্রকল্প

এছাড়া, সভায় পরিকল্পনা উপদেষ্টা পূর্বে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ, এবং পদ্মা বহুমুখী সেতুর তীর সংরক্ষণ প্রকল্প সহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প।