৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার) আগামী ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগানোর পর এবার দেশীয় দর্শকরা সিনেমাটি বড় পর্দায় উপভোগের সুযোগ পাচ্ছেন।

সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছে। এছাড়া এটি সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি এটি বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করেছে।
পরিচালক ও প্রযোজকের মন্তব্য

নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “আমরা ৭ ফেব্রুয়ারি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।”

প্রযোজক পিপলু আর খান জানান, “প্রথমে ১৪ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনা ছিল, তবে পরিচালকের সঙ্গে আলোচনা করে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত করা হয়েছে।”
‘বলী’ সিনেমার গল্প ও অভিনয়শিল্পী

সিনেমার গল্প আবর্তিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বলীখেলা ও উপকূলীয় সংস্কৃতি নিয়ে। এতে নাসির উদ্দিন খান এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।

সরকারি অনুদানে নির্মিত ‘বলী’ বাংলাদেশের সাগরপাড়ের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার প্রয়াস চালিয়েছে।