অনলাইন ডেস্ক:
গত বছরের শেষের দিকে কলকাতায় মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে এবং সিনেমার সিক্যুয়েলের জন্য অপেক্ষারত ছিল ভক্তরা।
এখন, দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি অবশেষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় হইচই প্ল্যাটফর্ম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানায় যে, ‘চালচিত্র’ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে তাদের প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে।
‘চালচিত্র’-এর গল্প ১২ বছর আগের একটি মামলা থেকে শুরু হয় এবং সিক্যুয়েলের গল্পও সেই মামলা কেন্দ্র করে এগিয়ে চলে। তবে, পরিচালক এটিকে শুধুমাত্র সিক্যুয়েল হিসেবে তুলে ধরতে চান না। তিনি দাবি করছেন, ‘চালচিত্র’-এর পরবর্তী পর্বটি একই সঙ্গে একটি প্রিক্যুয়েল এবং সিক্যুয়েল।
এ সিনেমার কাস্টে অপূর্বের পাশাপাশি অভিনয় করেছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ^রী প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশন এর ব্যানারে নির্মিত এই সিনেমা দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে, যা বড় পর্দার পর এবার ওটিটিতে দেখা যাবে।