February 18, 2024

Bahumat

National News Paper of Bangladesh

৬ বছরের ছেলে সাহেলের প্রথম রোজা, আপ্লুত মাশরাফী

বছর ঘুরে আবার শুরু হয়েছে মুসলিম উম্মাহর পবিত্র মাস মাহে রমজান। পবিত্র এই মাসটি যেন আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্যেও।

মাশরাফীর ছয় বছরের ছোট্ট ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা জীবনের প্রথম রোজা রেখেছে। সন্তানদের রোজা পালন দেখে আনন্দে আপ্লুত হন মাশরাফী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফী এক আবেগঘন পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, সাহেল ইফতারি নিয়ে বসে আছে। তার সঙ্গে ছিল তার বোন হুমায়রাও।

মাশরাফী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সাহেল ৬ বছর বয়সে প্রথম রোজা রাখল ওর আপুদের সাথে। আল্লাহ তোমাদের সহায় হোন, আমিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ মার্চ তাদের প্রথম সন্তান হুমায়রা জন্ম নেয়। ২০১৪ সালের ৫ অক্টোবর দ্বিতীয় সন্তান সাহেলের জন্ম হয় মাশরাফী-সুমি দম্পতির ঘরে।