অনলাইন ডেস্ক:
২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফরাসি অর্থনীতিবিদ ফিলিপ আগিয়োঁ, ও কানাডার পিটার হাউইট।
তাদের সম্মানিত করা হয়েছে “টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব ও সৃজনশীল বিনাশ তত্ত্ব” নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য।
সোমবার (১৩ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বিজয়ীদের নাম ঘোষণা করে। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
জোয়েল মকিয়র পেয়েছেন পুরস্কারের অর্ধেক, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য’।
বাকি অর্ধেক যৌথভাবে ভাগাভাগি করেছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। তারা পেয়েছেন ‘সৃজনশীল বিনাশ (creative destruction) এর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপন’-এর জন্য।
নোবেল কমিটি জানিয়েছে, “এই গবেষণাগুলো আধুনিক অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির মূল ভিত্তি তৈরি করেছে, যা বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বকে আরও পরিষ্কারভাবে তুলে ধরে।”











