অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তাঁর চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ছেন তিনি। জানা গেছে, আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে তাঁর শেষ দায়িত্ব।
বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের নভেম্বর মাসে জাতীয় দলের কোচিং সেটআপে ফের যোগ দেন সালাহউদ্দিন। প্রায় দুই দশকেরও বেশি সময়ের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন এই প্রশিক্ষক ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও কাজ করেছেন।
দেশের সবচেয়ে সফল স্থানীয় কোচদের একজন হিসেবে সালাহউদ্দিন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। তবে জাতীয় দলে ফেরার পর প্রত্যাশিত সাফল্য না আসায় সাম্প্রতিক সময়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিসিবি হঠাৎই আয়ারল্যান্ড সিরিজের আগে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়, যা নিয়ে আলোচনার জন্ম দেয় ক্রিকেট মহলে।
মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত কাজ করব। দায়িত্বটা উপভোগ না করতে পারলে সরে যাওয়াই ভালো।” তিনি আরও জানান, প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিনের সঙ্গে গত কয়েক মাস ধরে যোগাযোগ ছিল না সালাহউদ্দিনের। অন্যদিকে বোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক বলেছেন, “সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। কাউকে সরিয়ে দেওয়া হয়নি, কেবল কোচিং প্যানেলে নতুন একজনকে যুক্ত করা হয়েছে।”
আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বও, এরপর ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই সিরিজ শেষেই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন সালাহউদ্দিন। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন এবং বিপিএলের আসন্ন মৌসুমে কোনো দলের কোচ হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।











