পেশাদার জীবনের নানা ক্ষেত্র জয় করে ফের আলোচনায় পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক:

মডেলিং থেকে শুরু করে চলচ্চিত্র, সঞ্চালনা থেকে আইনের মাঠ—সব জায়গাতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন পিয়া জান্নাতুল। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা।

একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে পেশাগত আলোচনা ছাড়াও প্রেম-ভালোবাসা সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন পিয়া। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, “কোন কোন পেশার মানুষের কাছ থেকে আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন?” প্রশ্ন শুনে কিছুটা দ্বিধায় পড়ে যান পিয়া, তবে সঞ্চালক যখন বিকল্প দিয়ে জানতে চান, “খেলোয়াড়, মানে ক্রিকেটার?” তখন পিয়া হেসে জবাব দেন, “হ্যাঁ। বাংলাদেশের সব মেয়েই পেয়েছে, আমি নিশ্চিত।”

তিনি আরও বলেন, “ইয়াং ছেলে, মেয়ে দেখলে, সিঙ্গেল থাকলে প্রপোজ করতেই পারে। এটা স্বাভাবিক। বিদেশি খেলোয়াড়রাও প্রস্তাব দেয়।” যদিও কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি পিয়া।

এছাড়া অনুষ্ঠানে নিজের শৈশবের ‘ক্রাশ’ নিয়েও কথা বলেন তিনি। জানান, সালমান শাহকে তিনি এতটাই পছন্দ করতেন যে, তিনি সিঙ্গেল থাকলে নিজেই বিয়ের প্রস্তাব দিতেন। যদিও স্বামী ফারুক হাসান সামীরের প্রসঙ্গে বলেন, “তোমার সঙ্গে যদি আমার প্রেম না থাকত, তাহলে নির্ঘাত আমি সালমান শাহকে প্রস্তাব দিতাম।”

পিয়া আরও জানান, “প্রেম জীবনে বহুবার এসেছে”, তবে সিরিয়াস প্রেম ছিল মাত্র দুবার। তবে সেই দুই প্রেমিকের নাম তিনি প্রকাশ করেননি।

পেশাদার জীবনের শুরুটা হয় ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় জয়ী হওয়ার মাধ্যমে। এরপর র‌্যাম্প মডেলিং, টেলিভিশন বিজ্ঞাপন ও সিনেমার মাধ্যমে নিজের জায়গা তৈরি করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পাশাপাশি পড়াশোনাতেও পিছিয়ে ছিলেন না পিয়া। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে ব্যারিস্টারি পড়াশোনা শেষে ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতাতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। ২০১১ সালে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ খেতাব এবং মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেলের স্বীকৃতি অর্জন করেন।