রংপুর রাইডার্সে আসছেন বিদেশি তিন তারকা

অনলাইন ডেস্ক:

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে রংপুর রাইডার্স। দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিন আন্তর্জাতিক তারকা – অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।

২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে খেলেছেন ডেভিড ওয়ার্নার, তবে তার পর আর তাকে দেখা যায়নি। তবে চলমান আসরের প্লে-অফে রংপুর রাইডার্সের জার্সিতে তাকে দেখা যেতে পারে। বিগ ব্যাশ লিগের ফাইনালের পর ওয়ার্নার বাংলাদেশে আসতে পারেন। অন্যদিকে, সুনীল নারাইন, যিনি আইএলটি-টোয়েন্টির আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন, তিনি যদি ২ ফেব্রুয়ারি তার দলের শেষ ম্যাচের পর প্লে-অফে না উঠেন, তবে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন।

রংপুর ফ্র্যাঞ্চাইজির সূত্রে জানানো হয়েছে, “টিম ডেভিডের আসা চূড়ান্ত। ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারাইনের সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে।” তারা আরও জানিয়েছেন, প্লে-অফের জন্য দলটির অবস্থান অনুযায়ী বিদেশি তারকাদের আনার সময় ঠিক করা হবে।

এদিকে, রংপুর রাইডার্স চলমান বিপিএলে টানা ৮ ম্যাচে জয় নিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। তবে সম্প্রতি দুর্বার রাজশাহীর কাছে পরপর দুই ম্যাচে হারলেও রংপুর রাইডার্স এখনও শীর্ষে রয়েছে। প্লে-অফে তাদের স্কোয়াড আরও শক্তিশালী করতে বিদেশি তারকাদের যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।