শাপলা প্রতীক ফেরত চেয়ে ইসিকে আবার চিঠি দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ঐতিহ্যবাহী প্রতীক ‘শাপলা’ ফেরত চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আবার চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৭ অক্টোবর) ইমেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো চিঠিতে তারা নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের অনুরোধ জানিয়েছে।

চিঠিতে দলটি জানায়, তারা কমিশনের সংরক্ষিত ৫০টি প্রতীকের তালিকা থেকে কোনো প্রতীক গ্রহণ করবে না। বরং তাদের পছন্দ ‘শাপলা’ প্রতীকই ফিরিয়ে পেতে চায়। বিকল্প হিসেবে ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ প্রতীক ব্যবহারের প্রস্তাবও দিয়েছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠির সঙ্গে প্রতীকের সাতটি ভিন্ন নকশার নমুনাও কমিশনে জমা দেওয়া হয়েছে।

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, “আমরা ইসির দেওয়া তালিকায় সম্মতি দিইনি। আমাদের প্রতীক ‘শাপলা’ই হবে—এ বিষয়ে বিধি সংশোধনের অনুরোধ জানিয়েছি। শাপলা যুক্ত হলে আমরা এর মধ্যে থেকে একটি নমুনা বেছে নেব।”

তিনি আরও জানান, ইসি সচিব বিদেশে থাকায় সরাসরি দেখা করা সম্ভব হয়নি, তবে ইমেইলে চিঠির জবাব পাঠানো হয়েছে।

তবে নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ‘শাপলা’ প্রতীক বর্তমানে নির্বাচন পরিচালনা বিধির তালিকায় না থাকায় এটি কোনো দলকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই—even if the party is registered.

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে চিঠি দিয়ে সংরক্ষিত প্রতীক তালিকা থেকে একটি বেছে নিতে অনুরোধ করেছিল। এনসিপি তাদের সর্বশেষ চিঠিতে সাফ জানিয়েছে, তারা তালিকাভুক্ত প্রতীক নয়, শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকই ফেরত চায়।