রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে: রুমিন ফারহানা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজনীতি এখন “ডাস্টবিনের মতো” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, “একজন শিক্ষিতা, ভদ্র পরিবারে বেড়ে ওঠা ও স্বনির্ভর নারী এখন রাজনীতিতে আসতে চান না, কারণ রাজনীতি আজ নোংরায় পরিণত হয়েছে।”

বুধবার (৫ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে নারী নেতৃত্ব ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল যুগে ‘বট আইডি’ ও ‘এআই’-এর অপব্যবহারে রাজনীতি আরও বিষাক্ত হয়ে গেছে। এখন রাজনীতি একেবারেই ডাস্টবিনে পরিণত হয়েছে।”

নারী নেতৃত্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “রাজনীতিতে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই, তবে সুযোগ কম। বড় দলগুলোতে ৩ থেকে ৪ শতাংশ নারীর মনোনয়ন—এটা খুবই কম।”

তিনি আরও বলেন, “বড় রাজনৈতিক দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্রের মতো আধিপত্য কায়েম করতে চায়। এজন্যই আরপিও সংশোধন ও জোটবিরোধী অবস্থান নেওয়া হয়েছে।”

ছোট দলগুলোর নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি যোগ করেন, “সরকারের মতে, ছোট দলগুলো সবসময় বড় দলের সমর্থন নিয়ে টিকে আছে। তাই তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে বলা হয়েছে। তবে বিএনপির মতে, দীর্ঘদিন যারা বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছেন, তাদের সংসদে যাওয়ার একটা প্রত্যাশা থাকে — এটিও বিবেচনা করা দরকার।”

তিনি বলেন, “যদি কারও দলের নিবন্ধন ও প্রতীক থাকে, তাহলে তার নিজের রাজনীতির পরিচয় স্পষ্ট থাকা উচিত। অন্যথায় বড় দলের প্রতীক নিয়েই রাজনীতি করা যৌক্তিক।”