সালমান শাহ আমাকে ভাইয়ের মতোই দেখতেন: শাবনূর

অনলাইন ডেস্ক:

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে রোমান্টিক সিনেমার নতুন যুগের সূচনা ঘটিয়েছিলেন সালমান শাহ ও শাবনূর। মাত্র চার বছরের ক্যারিয়ারে তারা একসঙ্গে অভিনয় করেছেন ১৪টি জনপ্রিয় ছবিতে, যার মধ্যে রয়েছে ‘তুমি আমার’, ‘সুজন সখি’, ‘বিচার হবে’ ও ‘আনন্দ অশ্রু’। তাদের পর্দার রসায়ন আজও দর্শকের মনে জাগিয়ে রাখে নস্টালজিয়ার ঢেউ।

সময় গড়িয়ে গেছে তিন দশক, তবু এই জুটির জনপ্রিয়তা অমলিন। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটাচ্ছেন শাবনূর। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সালমান শাহকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন—দীর্ঘ নীরবতা ভেঙে।

শাবনূর বলেন, “সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক কথাই হয়েছে। কিন্তু কিছুই সত্য নয়। সালমানের কোনো বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। ‘পিচ্চি’ বলে ডাকতেন। তাঁর মা-বাবাও আমাকে মেয়ের মতো ভালোবাসতেন।”

তিনি আরও বলেন, “আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম। তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল। প্রায়ই বলতেন, ‘আমাকে একটু নাচ দেখিয়ে দে।’ আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম।”

সালমান ও শাবনূরের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে। পরে ‘তুমি আমার’ ছবিতে একসঙ্গে কাজের সুযোগ পান তারা, যা তাদের জুটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। শাবনূর স্মৃতিচারণ করে বলেন, “আমাদের বোঝাপড়াটা ছিল অসাধারণ। একে অন্যের চোখের ইশারাতেই বুঝে ফেলতাম দৃশ্যের আবেগ।”

তাদের সম্পর্ক নিয়ে যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, তা নিয়েও মুখ খুলেছেন শাবনূর। “সালমানকে আমি ভাই ছাড়া অন্যভাবে কখনও দেখিনি। কিছু মানুষ মিথ্যা গল্প বানিয়েছে, ব্যবসাও করেছে। এতে কষ্ট পেয়েছি, কারণ আমার ক্যারিয়ার গড়েছি পরিশ্রমে।”

সালমানের স্ত্রী সামিরা হক সম্পর্কেও তিনি বলেন, “সামিরা আমার খুব কাছের বন্ধু ছিল। শুটিংয়ে প্রায়ই থাকত। সে নিজে আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, পোশাক ও দুল মিলিয়ে দিয়েছে—আমরা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছি।”

তিন দশক পরেও সালমান-শাবনূরের জুটি রয়ে গেছে ঢাকাই সিনেমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি।