অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন ফটোশুট ও কর্পোরেট ইভেন্টে। সম্প্রতি তিনি প্রথমবারের মতো একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যক্তিজীবনের এক দুঃখজনক অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অপু বলেন, “আমাদের সমাজে মেয়েরা বিয়ের পর উপহার হিসেবে খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফাসহ পুরো ঘর সাজানোর সুযোগ পায়। কিন্তু আমি সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। মেয়ে হয়েও আমার বিয়েতে এসব কিছু পাইনি।”
নতুন দায়িত্বে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, “এই প্রথম আমি কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলাম, যা আমাকে নতুন এক অনুভূতি দিচ্ছে। ফার্নিচার শুধু ব্যবহার্য নয়, এটি একটি ঐতিহ্যও বটে। এখন যেহেতু বিয়ের মৌসুম, তাই নতুন অনেক যুগল ভালো ডিজাইন খুঁজবে এবং হয়তো আমার পরামর্শও চাইবে।”
প্রসঙ্গত, শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ক ও ব্যক্তিজীবন নিয়ে নানা সময়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবার বিয়ে নিয়ে তার এই খোলামেলা অভিজ্ঞতা শেয়ার করে তিনি ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।











