বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে আর অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) তিনি নিজেই স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তামিম ইকবালের সঙ্গে আরও ৭-৮ জন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যদিও যাচাই-বাছাইয়ে তামিমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন।

বিশ্লেষকদের মতে, কিছু ক্লাবকে বিসিবির কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত না করার বিষয়ে তামিমের অসন্তোষ ছিল, যা হয়তো তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

তামিম ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। নির্বাচন করার আগ্রহ তিনি আগে থেকেই প্রকাশ করেছিলেন। নির্বাচনে জয়ী হলে এটি হতো তার প্রথমবার বিসিবি পরিচালক হওয়া। তিনি বোর্ডে থেকে বিশেষ করে ক্রিকেট অপারেশনসে সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ। তার আগেই ১ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনেই তামিম তার নাম প্রত্যাহার করলেন, যা নির্বাচনপূর্ব দৃশ্যপটকে অনেকটা পাল্টে দিচ্ছে।

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়ক। জাতীয় দলকে বহু সাফল্য এনে দেওয়া এ ওপেনার ২০২৩ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

তামিমের সরে দাঁড়ানোয় এবার পরিচালক পদের প্রতিদ্বন্দ্বিতায় নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।