সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি স্পষ্ট নয়, সিদ্ধান্ত আগামী সংসদের হাতে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন’-এর প্রস্তাব নিয়ে হঠাৎ করে আন্দোলন গড়ে তোলার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি এখন পরিষ্কার নয়, এবং এটি আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত, যেখানে সিদ্ধান্ত হবে ভবিষ্যতের নির্বাচন কোন পদ্ধতিতে হবে।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যদি এখনই পিআর পদ্ধতি প্রয়োগ করা হয়, সাধারণ জনগণ তা বুঝবে না। এটা হঠাৎ সামনে এনে আন্দোলনের বিষয় নয়।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জনগণ আগামী নির্বাচনে প্রমাণ করবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে নানা বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চলছে।”

তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং চার কোটি বেকারের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, “আমরা বিশ্বাস করি দেড় বছরের মধ্যে এই সংকটের সমাধান সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।

অনুষ্ঠানে কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কোর দ্য জুট ওয়াকস্-এর পরিচালক রীতা রোজলিন কস্তা, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্যে বিভিন্ন নেতা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, প্রতিনিধিত্ব ও উন্নয়ন সংক্রান্ত চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।