অনলাইন ডেস্ক:
এএফসি এশিয়া কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা গত রোববার ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন। গতকাল সোমবার শুরু হয়েছে অনুশীলন। এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর। বাছাইপর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে।
শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।
ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব।
মধ্যমাঠ: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত সোম।
আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল ও সুমন রেজা।











