অনলাইন ডেস্ক:
নভেম্বরের হালকা শীতের হাওয়া আর সকালের কুয়াশা যেন এবার ছুঁয়ে যাচ্ছে বিনোদনের পর্দাকেও। বছর শেষের এই সময়ে ওটিটির দুনিয়ায় শুরু হয়েছে চমকের পর চমক। একের পর এক নতুন সিরিজ ও সিনেমা নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো। দর্শকের চোখ এখন আটকে আছে প্রাইম ভিডিও, নেটফ্লিক্সসহ বিভিন্ন স্ট্রিমিং পর্দায়—কোন গল্প এবার কেড়ে নেবে মন?
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ (সিজন ৩) নিয়ে। রাজ ও ডিকের নির্মিত এই জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজে আবারও দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২১ নভেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে নতুন সিজনটি। তৃতীয় মৌসুমের কাহিনি এবারও ঘুরবে পারিবারিক সম্পর্ক, গোপন মিশন ও রাজনৈতিক ষড়যন্ত্রের জটিলতায়।
নেটফ্লিক্সেও থাকছে শক্তিশালী সিরিজ ‘দিল্লি ক্রাইম’ (সিজন ৩)। প্রথম দুই সিজনের তীব্র বাস্তবতা এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে। এবার মানব অঙ্গ পাচার ঘিরে তৈরি হয়েছে নতুন সিজনের গল্প। ফিরছেন শেফালি শাহ, রসিকা দুগ্গল, রাজেশ তাইলাংসহ মূল চরিত্ররা। ১৩ নভেম্বর মুক্তি পাবে এই প্রতীক্ষিত মৌসুমটি। নতুন সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি, যিনি এবার খলচরিত্রে চমক দেখাবেন।
কাশ্মীরের পটভূমিতে নির্মিত হয়েছে রহস্যঘেরা সিনেমা ‘বারামুল্লা’। এক বালকের নিখোঁজ হওয়ার তদন্তে নামেন এক পুলিশ কর্মকর্তা, আর সেখান থেকেই শুরু হয় ঘটনার ঘূর্ণাবর্ত। আদিত্য সুহাস জাম্ভলের পরিচালনায় নির্মিত এই ‘সুপারন্যাচারাল’ থ্রিলারটি মুক্তি পাবে ৭ নভেম্বর নেটফ্লিক্সে। অভিনয়ে আছেন মানব কৌল, নীলোফার হামিদ ও কিয়ারা খান্না।
এ ছাড়া ইতিহাসপ্রেমীদের জন্য থাকছে ‘ডেথ বাই লাইটিং’। ১৮৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ডের হত্যাকাণ্ড ঘিরে তৈরি এই ক্রাইম থ্রিলার সিরিজটি মুক্তি পাবে ৬ নভেম্বর নেটফ্লিক্সে। সত্য ঘটনার ছোঁয়া আর রহস্যঘন নির্মাণে সিরিজটি ইতিমধ্যেই আলোচনায়।
সবশেষে আসছে সেই প্রতীক্ষিত সাই-ফাই থ্রিলার ‘স্ট্রেঞ্জার থিংস’ (সিজন ৫)। তিন বছর পর আবার পর্দায় ফিরছে হকিন্স শহরের ভয়ংকর রহস্য। এটি সিরিজটির শেষ অধ্যায়, যেখানে দর্শকরা জানতে পারবেন সব প্রশ্নের উত্তর। ২৬ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই সিজনকে ঘিরে এখনই তুঙ্গে উত্তেজনা।
বছরের শেষ প্রান্তে এসে ওটিটি দুনিয়া যেন দর্শকদের জন্য সাজিয়ে রেখেছে গল্পের এক বৈচিত্র্যময় উৎসব। রহস্য, রোমাঞ্চ, ইতিহাস, ভালোবাসা—সব রসই মিশে থাকছে এই নভেম্বরে ওটিটির পর্দায়।











