ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা করেছে কমিশন।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটিও করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, “দল নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে। আমরা তা পর্যালোচনা করছি। এ সপ্তাহের মধ্যেই কাজ শেষ করব—কারণ আমাদেরও দায় আছে, তাগিদও আছে।”

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রতীকের ব্যাপারটি পরে জানাব।”

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ২০ অক্টোবর। তবে প্রশাসনিক ও প্রক্রিয়াগত সংশোধনের কারণে তা পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আখতার আহমেদ বলেন,
“সব কিছু শতভাগ সময়সূচি অনুযায়ী করা যায় না। কিছু কাজ আগে শেষ হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

এছাড়া গত শনিবার রাতে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কি না জানতে চাইলে সচিব বলেন, “পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। প্রয়োজনে ইসি মামলা করবে।”

বিএনপির পাঠানো আরপিও (Representation of the People Order) সংশোধন সংক্রান্ত চিঠির বিষয়ে তিনি জানান, “চিঠি পাওয়া গেছে, কমিশন বিষয়টি বিবেচনা করবে।”

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন, প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচনী নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানান ইসি সচিব।